1. admin@ccnbd24.com : admin :
July 11, 2025, 10:26 am
শিরোনামঃ
ছাইরাখালী কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কাজেনগদ অর্থ প্রদান করেন শ্রমিক নেতা আজিজ আল হাফিজ চকরিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, এক এসআই প্রত্যাহার এনসিপি চকরিয়া উপজেলা শাখার উদ্যেগে “খতমে কুরআন ও দোয়া মাহফিল” চকরিয়ায় অপরাধ দমন ও জনগণের সেবায় প্রশংসিত থানার ওসি শফিকুল ইসলাম স্বামীর বন্ধুকে বাসায় দাওয়াত দিয়ে ডেকে নিয়ে হত্যা চেষ্টার ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা চকরিয়ায়। কক্সবাজার উপকূলের মানবতার অগ্রদূত ডাঃ রাকিবুল হোছাইন ইসলামকে বিজয়ের জন্য নিরলসভাবে কাজ করতে হবে।আব্দুল্লাহ আল ফারুক হতাশ চামড়া ব্যবসায়ীরা, মানা হয়নি সরকারের বেঁধে দেওয়া দাম চকরিয়া সবুজবাগ ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আমীরে জামায়াতের আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় মুহাম্মদ শাহজাহান।
ব্রেকিং নিউজঃ
ছাইরাখালী কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কাজেনগদ অর্থ প্রদান করেন শ্রমিক নেতা আজিজ আল হাফিজ চকরিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, এক এসআই প্রত্যাহার এনসিপি চকরিয়া উপজেলা শাখার উদ্যেগে “খতমে কুরআন ও দোয়া মাহফিল” চকরিয়ায় অপরাধ দমন ও জনগণের সেবায় প্রশংসিত থানার ওসি শফিকুল ইসলাম স্বামীর বন্ধুকে বাসায় দাওয়াত দিয়ে ডেকে নিয়ে হত্যা চেষ্টার ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা চকরিয়ায়। কক্সবাজার উপকূলের মানবতার অগ্রদূত ডাঃ রাকিবুল হোছাইন ইসলামকে বিজয়ের জন্য নিরলসভাবে কাজ করতে হবে।আব্দুল্লাহ আল ফারুক হতাশ চামড়া ব্যবসায়ীরা, মানা হয়নি সরকারের বেঁধে দেওয়া দাম চকরিয়া সবুজবাগ ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আমীরে জামায়াতের আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় মুহাম্মদ শাহজাহান।

কক্সবাজার উপকূলের মানবতার অগ্রদূত ডাঃ রাকিবুল হোছাইন

  • Update Time : Tuesday, June 10, 2025

ডাঃ রাকিবুল হোছাইন:
কক্সবাজার উপকূলের মানবতার অগ্রদূত।

সিসিএন ডেক্স:

কক্সবাজার উপকূলের প্রত্যন্ত জনপদে এক অতি পরিচিত নাম—ডাঃ রাকিবুল হোছাইন।

তিনি শুধুমাত্র একজন চিকিৎসক নন, তিনি এক মানবতার প্রতীক, যিনি ঝড়-বৃষ্টি, ঈদ কিংবা দুর্যোগ—কোনো কিছুতেই থেমে যান না। নিরলসভাবে মানুষের সেবা করে চলেছেন বছরের পর বছর।

“দুর্যোগে ভরসা, একমাত্র আশ্রয় স্থল”

উপকূলীয় মাতারবাড়ী, বদরখালী, মহেশখালী, কুতুবদিয়া, দরবেশকাটা, ইলিশিয়া এবং আশপাশের ইউনিয়নগুলোর শত শত মানুষ তাঁর চিকিৎসা সেবার ওপর নির্ভরশীল। অনেকের কাছেই তিনি যেন শেষ আশ্রয়, শেষ ভরসার জায়গা।

ঈদের দিন যখন চারপাশ উৎসবে মাতোয়ারা, তখনও ডাঃ রাকিবুল হোছাইন
*বদরখালী জেনারেল হাসপাতালে* সার্বক্ষণিক উপস্থিত থাকেন—কারণ, তাঁর কাছে একজন অসুস্থ মানুষের মুখে হাসি ফেরানোই সবচেয়ে বড় আনন্দ।

“২৪ ঘণ্টার চিকিৎসক, জীবনরক্ষার সৈনিক”

উপকূলীয় অঞ্চলের দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোর মধ্যে বদরখালী একটি গুরুত্বপূর্ণ স্থলপথ। এখান দিয়েই মহেশখালীসহ আশপাশের দ্বীপাঞ্চলের মানুষ যাতায়াত করে। প্রতিদিন দুর্ঘটনার খবর আসে, আর সেসব মুহূর্তে প্রথমিক চিকিৎসা প্রদান করেন ডাঃ রাকিব। এই হাসপাতালে তিনি ২৪ ঘণ্টা থাকেন রোগীদের জন্য প্রস্তুত। অনেক সময় পরিবার থেকেও দূরে থাকেন শুধু মানুষের পাশে থাকার জন্য। জানা যায়, তাঁর স্ত্রী খাগড়াছড়ির একটি সরকারি কলেজে অধ্যাপনায় নিয়োজিত, কিন্তু দূরত্ব তাঁদের আলাদা করতে পারেনি সেবার অঙ্গীকার থেকে।

*জাতীয় স্বীকৃতি, স্থানীয় ভালোবাসা**

সম্প্রতি চিকিৎসা সেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫” একটি সম্মাননা সনদ। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং গোটা অঞ্চলের মানুষের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতিফলন। তাঁর প্রতি মানুষের শ্রদ্ধা এমনই যে, “Dr. Rakib Hossain” নামটিই আজ এক অনুপ্রেরণা, এক আশার প্রতীক।

**মানবতার ডাক্তার**

ডাঃ রাকিবুল হোছাইন আমাদের শিখিয়েছেন, সেবাই শ্রেষ্ঠ ধর্ম। তাঁর মতো মানুষ সমাজে খুব কমই দেখা যায়। তিনি যেমন একজন চিকিৎসক, তেমনি একজন মানবিক মানুষ, একজন নিঃস্বার্থ কর্মযোদ্ধা। এই অঞ্চলের প্রতিটি মানুষের হৃদয়ে তাঁর জন্য অফুরন্ত ভালোবাসা ও দোয়া রয়েছে।

আমরা বিশ্বাস করি, তাঁর এই নিঃস্বার্থ সেবাকর্ম অন্যদের অনুপ্রাণিত করবে এবং দেশজুড়ে মানবতার এমন দৃষ্টান্ত আরও বেশি প্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd

আপনার বকেয়া পরিশোধ করুন! না হলে ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। এখানে পেমেন্ট করুন